Ek Gochha Rajanigandha Song Is Sung by Hemanta Mukherjee. Music composed by Nachiketa Ghosh. Cover Version Song Is Sung by Indranil Sen. Ek Gocha Rojonigondha Song Lyrics written by Gauriprasanna Mazumder.
- Song : Ek Gochha Rajanigandha
- Singer : Hemanta Mukhopadhyay
- Cover by : Indranil Sen
- Composer : Nachiketa Ghosh
- Lyrics : Gauriprasanna Mazumder
Ek Gochha Rajanigandha Song Lyrics In Bengali :
এক গোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বোললাম, চোললাম,
এক গোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বললাম, চললাম, চললাম।
বেশ কিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম।
দেখলাম দুটি চোখে বৃষ্টি,
বৃষ্টি, ভেজা দৃষ্টি
মনে কর আমি এক মৃত কোনো জোনাকী
সারারাত আলো দিয়ে জ্বললাম, চললাম।
একগোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বললাম, চললাম, চোললাম।
এখানেই সব কিছু শেষ নয়,
বেশ নয় যদি মনে হয়
লিখে নিও গল্পের শেষটা,
থাক না তবু রেশটা
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম, চললাম।
এক গোছা রজনী গন্ধা
হাতে দিয়ে বললাম, চললাম, চোললাম।