- Song name : Borodin (বড়দিন)
- Vocal & Lyrics : Anjan Dutt
- Music Director : Neel Dutt
- Mixing & Mastering : Anindit Roy
- Directed by: Anjan Dutta
- Music Label: SVF Music
Borodin Song Lyrics In Bengali. This Title Rack Sung by Anjan Dutt from Hoichoi Originals Film. Starring: Anjan Dutt, Moonmoon Sen And Joyjit Banerjee. Music composed by Neel Dutt. Fele Asha Boro Din Bangla Song Lyrics written by Anjan Dutt.
Borodin Lyrics :
ফেলে আসা পুরোনো সে পাড়া
লোহা ঘোরানো সিঁড়ি
পেছনের দরজায় কড়া নাড়া
হাতে নিয়ে আমার খ্রীষ্টমাস ট্রি।
সারা ঘরের মোমবাতির আলোয় দাঁড়িয়ে তুমি
আর পুরোনো গ্রামোফোনে আমাদের,
ফেলে আসা বড়দিন।
ও ম্যারিয়ান, অ্যানামরি
হোয়াই ডিড উই ফাইট?
হোয়াই ডিড ইউ লিভ?
ও ম্যারিয়ান, আই অ্যানামরি
নাউ দ্যাট আই হ্যাভ ক্রাইড
কামব্যাক টু মি।
মাঝ রাতের ঝগড়া আর তর্ক
ভোর বেলা চলে যাওয়া
ভেঙে গেলাস বোতল সম্পর্ক
একটা ক্লান্ত ঠান্ডা হাওয়া
জ্বলে জ্বলে গোলে গেছে সারা ঘরের মোমবাতি
তবু এখনো বাজে মনের ভেতরের,
আমাদের দুজনের জিমরিচ।
ও ম্যারিয়ান, অ্যানামরি
হোয়াই ডিড উই ফাইট?
হোয়াই ডিড ইউ লিভ?
ও ম্যারিয়ান, আই অ্যানামরি
নাউ দ্যাট আই হ্যাভ ক্রাইড
কামব্যাক টু মি।
ও ম্যারী এ্যান আমার অ্যানামরি
ফায়ার এসো আবার, ফায়ার এস তুমি
ও ম্যারী এ্যান আমার অ্যানামরি
ফিরে এসো আবার, আজ বড়ো দিন।