Koto Koto Mon Lyrics from Finally Bhalobasha. The Song Is Sung by Madhubanti Bagchi. Music composed by Neel Dutt And Koto Koto Mon Song Lyrics In Bengali written by Anjan Dutt. Starring: Anjan Dutt, Raima Sen, Arjun Chakrabarty, Anirban Bhattacharya, Arindam Sil, Sauraseni Maitra And Others. Finally Valobasha This Bangla Movie Directed by Anjan Dutta.
- Song Name : Koto Koto Mon
- Movie : Finally Bhalobasha
- Singer : Madhubanti Bagchi
- Music : Neel Dutt
- Lyrics : Anjan Dutt
- Programming : Sovon Mukherjee
- Director : Anjan Dutta
- Music Label : SVF Music
Koto Koto Mon Lyrics :
কত কত মন
কত ঘরে কত রাস্তায়
ভালোবাসা পায় তবু সেই ভালোবাসা হারায়
কে জানে কখন আসে আর কখন পালায়
তবুও সবাই ভালোবাসা খুঁজে বেড়ায়
হাসতে হাসতে মন কাঁদতে শেখায়
ভুলতে ভুলতে হাত খুলতে শেখায়
নতুন বন্ধু খুঁজে পায়,
নতুন করে বাঁচা যায় ।
দিতে হবে তাই, দিতে হবে কিছুটা সময়
ভালোবাসা ঠিক খুঁজে নেবে ঠিকই তোমায়
ফেলে আশা দিন ভুলে যেতে হবে তোমায়
খুলে রাখো মন খুলে রাখো তোমার হৃদয় ।