BORSHA CHOKH LYRICS – Imran Mahmudul

Borsha Chokh Song is Sung by Imran Mahmudul Bengali Song. Starring: Musfiq R. Farhan And  Israt Eila. Music composed by Imran And Borsha Chokhe Bengali Song Lyrics written by Tareq Ananda.

  • Song : Borsha Chokhe
  • Vocal, Musuc & Tune : Imran Mahmudul
  • Lyrics : Tareq Ananda
  • Cinematographer : Sani Khan
  • Director : Mohon Islam
  • Edit : SK Joy
  • Label : Sangeeta

Borsha Chokh Song Lyrics

তোর বরষা চোখে ঝরতে দেব না বৃষ্টি
তুই জাগবি সারারাত আমি আসবো হঠাৎ।

তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি,
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি।

তোর বুকের গভীরে,
দেবো আজ আলতো ছোঁয়া
ভালোবাসবি জনম ভর, হৃদয়ে অনেক মায়া।
তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি,
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি।

ভুলে যাস না আমায়, তুই ছাড়া বাঁচি না
ও.. যতনে রাখবো তোকে ফুলেরও বিছানায়।
তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি,
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি।

Previous articleBOLBO TOKE AAJ LYRICS BY IMRAN & PUJA
Next articleSHEI BIKEL Lyrics – Imran And Proma
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.