Borsha Chokh Song is Sung by Imran Mahmudul Bengali Song. Starring: Musfiq R. Farhan And Israt Eila. Music composed by Imran And Borsha Chokhe Bengali Song Lyrics written by Tareq Ananda.
- Song : Borsha Chokhe
- Vocal, Musuc & Tune : Imran Mahmudul
- Lyrics : Tareq Ananda
- Cinematographer : Sani Khan
- Director : Mohon Islam
- Edit : SK Joy
- Label : Sangeeta
Borsha Chokh Song Lyrics
তোর বরষা চোখে ঝরতে দেব না বৃষ্টি
তুই জাগবি সারারাত আমি আসবো হঠাৎ।
তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি,
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি।
তোর বুকের গভীরে,
দেবো আজ আলতো ছোঁয়া
ভালোবাসবি জনম ভর, হৃদয়ে অনেক মায়া।
তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি,
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি।
ভুলে যাস না আমায়, তুই ছাড়া বাঁচি না
ও.. যতনে রাখবো তোকে ফুলেরও বিছানায়।
তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি,
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি।