Song Lyrics In Bangla written by Shah Abdul Karim. The song is sung by Iman Chakraborty, Tawsif Mahbub And Many Various Artists.
- Song : Boshonto Batashe Soigo (বসন্ত বাতাসে সইগো)
- Singer : Iman Chakraborty
- Lyrics : Shah Abdul Karim
- Direction : Apeksha – Subhadip
- Mixed & Mastered by : Goutam Basu
Boshonto Batashe Lyrics In bengali :
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ,
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে। (x2)
বন্ধুর বাড়ির ফুলবাগানে,
নানান রঙের ফুল (x2)
ফুলের গন্ধে মন আনন্দে,
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে।
বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি,
বাড়ির পূর্বধারে (x2)
সেথায় বসে বাজায় বাঁশী,
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে।
মন নিল তার বাঁশীরও গান,
রূপে নিল আঁখী (x2)
তাইতো পাগল আব্দুল করিম,
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে।
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ,
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে..