- Movie: Reunion
- Song: Paharia Sur (পাহাড়িয়া সুর)
- Singers: Shaan & Iman Chakraborty
- Music by: Joy Sarkar
- Lyrics: Rajib Chakraborty
- Directed by: Murari M Rakshit
- Production: MMR Films
- Producers: Murari M Rakshit & Subhajit Rakshit
- Label: Amara Muzik
Paharia Sur Song Is Sung by Shaan And Iman Chakraborty from Reunion Bengali Movie. Starring: Indrasish, Parambrata Chattopadhyay, Samadorshi, Raima Sen, Saurav, Subhrajit Dutta, Saayoni Ghosh And Others. This Pahariya Song is the feel of a hill, shot in the hill areas of Darjeeling.
Paharia Sur Lyrics In Bengali :
পাহাড়িয়া সুর, মেঘে ঢাকা
বাহারি রোদ্দুর, আঁকা বাঁকা (x2)
সাদামাটা মন, জলের মতন
তাই ঝর্ণার মত গান হয়ে যাই চল।
মিঠে কুয়াশায়, ভিজবে যদি
দুচোখ ভাসায়, তিস্তা নদী (x2)
খাদের কিনার, স্বপ্ন হাজার
যেন নদীর মতন জীবন ছলাৎ ছল।
ও মালাই তিস্তা রাঙিত সারাই মানপারছা
ও মালাই দাড়া কাড়া ধেরাই রামাউছা
অউ আয়রা হেরা হিমাল কাটি সুন্দর ছা
ছিসো ছিসো হাওয়া লে মন নাই ছুয়েরা লাঞ্চা।
গালিচা সবুজ, যতদূরে চোখ
বাতাসে অবুজ, আলোর ঝলক
পিঠে নিয়ে ভোর, পাহাড়ি শহর
যেন পায়ে পায়ে রোজ দিগন্তকে ছুঁই।
খবর পাঠায়, বাতাসিয়া
বৃষ্টি নামও, বাঁশুরিয়া
একফালি ঘুম, ভেজা মরশুম
আমার মন কেমনের বন্ধু হবি তুই।