অবহেলায় পড়ে থাকা ফুল
আর কত ভুল আর কত ভুল
বৃষ্টির মতো বিলিয়ে দেয় নিজেকে ।
সব শুধু বলে যেতে চায় শোনে না কেউ শোনে না কেউ
সব শুধু নিয়ে যেতে চায় দেবে না কেউ দেবে না কেউ ।
এ শহরে মন খুলে গান
গাওয়া পাখি নেই, নেই পিছুটান
মায়াদয়া নেই, আছে ব্যবধান
তোমার আমার ।
এ শহরে নেই, মায়ের মতো চাঁদ
জোনাকি পোকা, তাসনিম রাত
যোগাযোগ নেই, আছে অযুহাত
তোমার আমার ।
বেওয়ারিশ ভালোবাসা উড়িয়ে দিয়েছি আকাশপানে
আগন্তুকের সাথে হলো না দেখা
রাত বিনিময়
বলা হয়নি বিদায়
কষ্ট জানে, কষ্ট জানে….
এ শহরে মন খুলে গান
গাওয়া পাখি নেই, নেই পিছুটান
মায়াদয়া নেই, আছে ব্যবধান
তোমার আমার ।
এ শহরে নেই, মায়ের মতো চাঁদ
জোনাকি পোকা, তাসনিম রাত
যোগাযোগ নেই, আছে অযুহাত
তোমার আমার ।