Valobashar Pongktimala Lyrics by Tahsan Rahman Khan Bangla New Song 2017 Music Composed by Bonny Ahmed Bhalobashar Pongktimala Song Lyrics written by T.M Shabbir.
- Song: Valobashar Pongktimala
- Singer: Tahsan
- Lyric: T.M Shabbir
- Music: Bonny Ahmed
- Video Making: S.M Tushar
- Label: Cd Choice
Valobashar Pongktimala Lyrics :
এক পা এগোতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরনো শপথ এক পা এগুতে গিয়ে ভুলে যাই পথ অচেনা সময়ের সে পুরনো শপথহঠাৎ এসে তুমি ধরেছিলে হাত
দিয়ে গেলে আমাকে নতুন প্রভাত তবু কেন তোমায় দুঃখ দিলাম শুকনো আকাশের মেঘ ছড়ালামদেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুল চলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকি দেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল কোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুল চলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকি বৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসিএকাকী ছিলাম যখন এতটা কাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল-বিকাল একাকী ছিলাম যখন এতটা কাল বুঝিনি আমি ক্লান্ত সকাল-বিকালচমকে এলে তুমি হাতে নিয়ে ধূপ
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম এখন জানি আমি, ‘প্রেম মানে কী’ এ যেন তোমার চোখের সব আকুতিদেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুল চলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকি দেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল কোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুল চলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকি বৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসিজীবন যেখানে যেমন ইচ্ছে মতো
আমিও স্রোতে ভেসেছি যখন তখন ভুলেছি নিজেকে আমি এতটা সময় বুঝিনি কী যে আছে ভালোবাসায়এতদিনে জেনেছি, ‘ভালোবাসা কী’
এ যেন পরাজয় জয়ের অনুভূতিদেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুল চলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকি দেখ, ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল কোনো এক ক্ষণে ভাঙাল সেই ভুল চলো, সব ছুড়ে ফেলে জীবন আঁকি বৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসি।