Chandmama Lyrics Bengali Song Performed by Joler Gaan Band. Song Recording, Mixing And Mastering by DH Shuvo. Video Song Directed by Md Moazzam Hossain And Director Of Photography by Mazaharul Razu. Music Composed by And Chandmama Lyrics In Bengali Written by Rahul Ananda from Joler Gaan.
- Song : Chandmama
- Band : Joler Gaan
- Composer And Lyricist : Rahul Ananda
- Directed by : Md Moazzam Hossain
- DOP : Mazaharul Razu
- Art direction : Afrin Asha Bushra And DH Shuvo
- Band Members : Rahul Ananda, Mallik Yishorja,
- Innima Roshni, Habibullah Farhan, Gopi Devnath,
- Rana Sarwar, MD Masum Mia, Sutradhar Arjun
Chandmama Song Lyrics In Bengali :
দূরে থাকা মেঘ, উড়ে উড়ে দেখ
দেখ আমার সোনার গাঁয়,
চাঁদ ভেসে যায়
রূপালী চাঁদ ভেসে যায়,
আমার সোনার গাঁয়।
ও ললিতে, ও বিশখে
আয় লো তোরা আয়,
দেখে যা আমার উঠানে
চাঁদ নাচিয়া বেড়ায়
আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়ায়।
দূরে থাকা মেঘ, উড়ে উড়ে দেখ,
দেখে যা আমার উঠানে,
চাঁদ নাচিয়া বেড়ায়,
আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়ায়।
ও চাঁদমামা গায়ে সাদা জামা
ও চাঁদমামা গায়ে সাদা জামা
একা বসে আকাশে কি করো ?
বাংলা নাকি ইংরেজিতে
কবিতা পড়ো ?
একা বসে আকাশে কি করো ?
বাংলা নাকি ইংরেজিতে
কবিতা পড়ো ?
তোমায় নিয়ে কবিতা
লিখেছেন কতো কবি,
আঁধারের মাঝে একফালি সাদা
এঁকেছেন শত ছবি।
কেউ বলে তুমি ঝলসানো রুটি
কেউ-বলে প্রিয়তমা,
কেউ বলে তুমি হারানো প্রেম
ওগো সুন্দরীতমা।
ও চাঁদমামা গায়ে সাদা জামা
ও চাঁদমামা গায়ে সাদা জামা
একা বসে আকাশে কি করো ?
বাংলা নাকি ইংরেজিতে
কবিতা পড়ো ?
একা বসে আকাশে কি করো ?
বাংলা নাকি ইংরেজিতে
কবিতা পড়ো ?