Porer Jayga Porer Jomin Song is Originaly sung by Abdul Alim Form Joler Gaan Band. Porer Jayga Porer Jomin Lyrics is written by Abdul Latif and Music Music Rearrangement by Partha Barua. This song was released on Youtube by IPDC আমাদের গান on 13 Oct 2021.
Song Details:
- Song: Porer Jayga Porer Jomin
- Singer: Subhamita Banerjee
- Lyricist: Arna Seal
- Music Rearrangement: Partha Barua
- Music Label: IPDC আমাদের গান
- Band: Joler Gaan
Porer Jayga Porer Jomin Lyrics in Bengali:
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।। (X2)
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী,
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমজারী
আমি পাইনা জমিদারের দেখা
পাইনা জমিদারের দেখা
আমি পাইনা জমিদারের দেখা,
মনের দুঃখ কারে কই
আমি মনের দুঃখ কারে কই।
আমি তো সেই ঘরের মালিক নই,
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।
জমিদারের ইচ্ছেমত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।(X2)
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম,
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া
আমি চলি যে তার মন জোগাইয়া,
দাখিলায় মেলে না সই
তবু দাখিলায় মেলে না সই।
আমি তো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই।।(x2)