- Album – Neel Rong Chhilo Bhishon Priyo – 1998
- Singer – Rupam Islam
- Band Name – Fossils
চল আজ দেখব তোমার বাড়ি,
চল আজ দেখব তোমার ঘর
লা, লা লা লা
চল আজ চিনব আবার জীবন,
চল আজ অনেক দিনের পর
লা,লা লা লা (x2)
চল দিই অনেক পথের পাড়ি
ফেলে যাই অতীতের শহর
শহরেই মৃত্যু আসবে জানি
অবশ্য জীবন চেনার পর (x2)
চল আজ পরীক্ষা শেষ আমার
চল শেষ আমার ফলাফল
লা, লা লা লা
চল আজ কিনব স্বাধীনতা,
ঝরিয়ে অনেক চোখের জল
লা, লা লা লা
বলনি কোথায় তুমি থাকো,
বলনি কোথায় তোমার বাস
বলেছ অনেক কালো রাখো
সে ঘরে অনেক লীলাকাশ..
জানই তো আকাশ প্রেমিক আমি
আকাশকে স্পর্শ করতে বাঁচায়
আমারি গিটার চিৎকার
কতদিন সইবে গুমোট খাঁচা।
চল সেই স্টেশন কোথায় স্টেশন
খুজে নিই ছুটির প্ল্যাটফর্ম
লা, লা লা লা
লাগেজের হ্যাঙ্গাম নেই কোনো
আমি আজ একা একদম
লা, লা লা লা (x2)
না না না গিটার আছে সাথে
আর আছে গিটারে সাত সুর
সুর আমার সঙ্গে সঙ্গে যাবে
আপত্তি করনা বন্ধু।
চল দিই অনেক পথের পাড়ি
ফেলে যাই অতীতের শহর
শহরে মৃত্যু আসবে জানি
অবশ্য ফিরে আসার পর।
চল আজ পরীক্ষা শেষ আমার
চল শেষ আমার ফলাফল
লা, লা লা লা
চল আজ কিনব স্বাধীনতা
ঝড়িয়ে অনেক চোখের জল
লা, লা লা লা