Tobu Dur Akasher Chand Hase Lyrics – Rupam Islam

197
  • Album – Neel Rong Chhilo Bhishon Priyo – 1998
  • Singer – Rupam Islam
  • Band Name – Fossils

তবু দূর আকাশের চাঁদ হাসে

তবু ফুল ফোটে তার সুবাসে

মনে হয়ে উচ্ছল পেতে চায়

তোমাকে শুধু তোমাকে ..

যৌবন আসে থাকে চলে যায়

কথা একটাই শুধু বলে যায়

ভালোবাসা সময় কে হারাবেই

পেলে তোমাকে শুধু তোমাকে ..

একদিন তুমি এসে ছিলে

একদিন ভালোবেসে ছিলে

ভালোবেসে ছিলে হেঁসে ছিলে

তারপরে কি হলো তা জানি না ..

পরদিন দেখি ভালোবাসা নেই

তোমার সে যাওয়া আর আসা নেই

তারপর থেকে শুধু স্বপনেই

দেখি তোমাকে বাস্তবে না (x2)

তবু দূর আকাশের চাঁদ হাসে

তবু ফুল ফোটে তার সুবাসে

মনে হয়ে উচ্ছল পেতে চায়

তোমাকে শুধু তোমাকে ..

যৌবন আসে থাকে চলে যায়

কথা একটাই শুধু বলে যায়

ভালোবাসা সময় কে হারাবেই

পেলে তোমাকে শুধু তোমাকে (x3)

Previous articleEi Srabon Lyrics – Rupam Islam – Baishe Shrabon
Next articleCholo Aaj Dekhbo Tomar Bari Song Lyrics