Cholo Na Dighar Saikat Chere Cover Version Song Is Sung by Abir Biswas. Previously This Song Is Sung by Pintoo Bhattacharya, Indranil Sen, Supratik Das And Many Various Artists In Their Own Way. Cholo Na Dighar Saikat Chere Lyrics In Bengali Written by Barun Biswas. Music Composed by Ashoke Roy.
- Song : Cholo Na Dighar Saikat Chere
- Cover by : Abir Biswas
- Originally Sung by : Pintoo Bhattacharya
- Lyrics : Barun Biswas
- Music : Ashoke Roy
- Label : Saregama India Ltd
Cholo Na Dighar Saikat Chere Song Lyrics In Bengali :
চলোনা দীঘার সৈকত ছেড়ে
ঝাউবনের ছায়ায় ছায়ায়,
শুরু হোক পথ চলা,
শুরু হোক কথা বলা।
চলোনা দীঘার সৈকত ছেড়ে
ঝাউবনের ছায়ায় ছায়ায়,
শুরু হোক পথ চলা,
শুরু হোক কথা বলা।।
আজ যে কথা গেছে থেকে
পাহাড় উঁচু মনের আড়ালে,
দুজনেই গেছি ঢেকে।
আজ যে কথা গেছে থেকে
পাহাড় উঁচু মনের আড়ালে,
দুজনেই গেছি ঢেকে।
সে কথা বাজুক হৃদয় নূপুরে
বৈশাখী চঞ্চলা,
শুরু হোক পথচলা,
শুরু হোক কথা বলা।।
এই নির্জনে নিভৃতে
নির্বাক মুখ চোখে চোখ রেখে,
গেয়ে গেছে সঙ্গীতে।
আজ মন চিনে নিয়ে মনে
যদি নিজের মনকে, তোমার কাছে,
পাঠাই নির্বাসনে।
আজ মন চিনে নিয়ে মনে
যদি নিজের মনকে, তোমার কাছে,
পাঠাই নির্বাসনে।
সে মন হোকনা নিজের অলখে
ঊর্বশী ঊর্মিলা,
শুরু হোক পথচলা,
শুরু হোক কথা বলা।
চলোনা দীঘার সৈকত ছেড়ে
ঝাউবনের ছায়ায় ছায়ায়,
শুরু হোক পথ চলা,
শুরু হোক কথা বলা।
চলোনা দীঘার সৈকত ছেড়ে
ঝাউবনের ছায়ায় ছায়ায়,
শুরু হোক পথ চলা
শুরু হোক কথা বলা,
শুরু হোক পথ চলা,
শুরু হোক কথা বলা।।