Tore Mon Diya Lyrics – Moruvumi Band

105
Tore Mon Diya Lyrics

 

  • Song : Tore Mon Diya
  • Band : Moruvumi
  • Album : Jiboner Srote
  • Vocal : Md. Shafikul Alam Saif
  • Keyboard : Nazmul Hasan Sarker Plabon
  • Drums : Imran Hossain Shanto
  • Guitar : Sujan And Mamnun
  • Bass : Nur-a Alam Ovi
  • Band Manager : Rabbikul Islam Sojib

Tore Mon Diya Song Lyrics In Bengali :

তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে,
মনের আগুন মনেই জ্বলে রে,
মনের আগুন মনেই জ্বলে রে।
বাড়ির ধারে সবুজ মাঠে
দুঃখ বিলাই পথে পথে,
বাড়ির ধারে সবুজ মাঠে
দুঃখ বিলাই পথে পথে,
তোর সুবাস মাখা ঘাসে
অঙ্গ বোলাই যে মনে,
মনের আগুন মনেই জ্বলে রে
মনের আগুন মনেই জ্বলে রে।
প্রহর গুনি তোর আশাতে
আসবি তুই আমার বুকে,
প্রহর গুনি তোর আশাতে
আসবি তুই আমার বুকে,
তুই কি আর আসবি না রে
শূন্য হৃদয়ে মনে,
মনের আগুন মনেই জ্বলে রে,
মনের আগুন মনেই জ্বলে রে।
তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে,
মনের আগুন মনেই জ্বলে রে,
মনের আগুন মনেই জ্বলে রে।
Previous articleTumi Micha Micha Kotha Koiya Lyrics – Samz Vai
Next articleCholo Na Dighar Saikat Chere Lyrics – Ashoke Roy