Cinderella Mon Song is from the movie X=Prem. Cinderella Mon Song has been sung by Sanai. He also composed the music. Lyrics written by Dhrubojyoti. Cinderella Mon Lyrics. Cinderella মন lyrics. Cinderella Mon Song Lyrics.
- Song: Cinderella Mon
- Movie: X=Prem
- Singer: Sanai
- Composer: Sanai
- Lyricist: Dhrubojyoti Chakrabarty
- Starring: Anindya Sengupta
Cinderella Mon Lyrics in Bengali:
থাকনা পড়ে একটি কোণে মেমরিতে ঠাঁই
ফ্যান্টাসিতে ফ্যান হব আবার
ঢাকনা গুলো খুললে যদি আঁতকে ওঠে তাই
ট্যান হয়েছে অঙ্কটাই আমার
থাক ইশারা, ইশাক কা মারা
সামনাসামনি বলে দিই
নীলচে চোখে
দিল সে ওকে
ফিল্মে এন্ট্রি নেব ঠিক
কত কী ফিরিস্তি ছিল, মিষ্টি ছিল
দুজনের কেমিস্ট্রি
ছাড়তে যেত ফিরতি ইস্টেশন
শোনো না লক্ষ্মীটি গো, আসতে দিও জানলাতে রোমিও
আলতো হাতে ধরেছে যখন
জানিনা কার ছোঁয়াতে মধ্য রাতে জাগে
এ সিনডেরেলা মন
এ সিনডেরেলা মন
ওড়না মানে উড়ে যাওয়া
কান্না কান্না পাওয়া
ফালতু কেসে ঝগড়াঝাঁটি হয় (২ বার)
ওহে লাভলি লেডি
একটু বেশি জেদি
রেডি থাকলে তুমি ছাড়া অন্য কাউকে নয়
তুমি পাশ কাটিয়ে যাচ্ছ হেঁটে
কেউ দাঁড়িয়ে অন্য গেটে
বড্ড লেটে ফিরেছে সময়
ওহে বাবলি, বল কী ভাবলি
হ্যাপি এন্ডিং আফটার অল
হে চলনা সোনা, জাদুটোনা
করবে গল্পটাই বদল
কত কী ফিরিস্তি ছিল, মিষ্টি ছিল
দুজনের কেমিস্ট্রি
ছাড়তে যেত ফিরতি ইস্টেশন
শোনো না লক্ষ্মীটি গো, আসতে দিও জানলাতে রোমিও
আলতো হাতে ধরেছে যখন
জানিনা কার ছোঁয়াতে মধ্য রাতে জাগে
এ সিনডেরেলা মন
এ সিনডেরেলা মন
এ সিনডেরেলা মন…