Olper Porichoy Lyrics by Debayan Banerjee from Banglar Gaan Indies. Music Composed by And Olper Porichoy Song Lyrics Written by Niladri Banerjee. Starring Kiran Mazumdar And Mir Rahemin Rahim. Produced by Chilekotha Films.
Olper Porichoy Song Details :
- Song : Olper Porichoy
- Sung, Arranged Mixed and Mastered by : Debayan Banerjee
- Written and Composed by : Niladri Banerjee
- Flute by : Panchajanya De
- Directed by : Sudipto Roy
- DOP : Adris Halder
- Production Design : Mrittika Mukherjee
- Produced by : Chilekotha Films
- Label : SVF Music
Olper Porichoy Lyrics In Bengali :
আমার চেনা ইচ্ছের কোলাহল
আর দিকভুল অঞ্চল,
ছিল আলোর আশা।
তোমার সাথে অল্পের পরিচয়
আজও গল্পই মনে হয়,
কোনো নতুন ভাসায়।
হোক, আরও হোক ওই প্রিয় চোখ
ঘুম মাখা শিশির কুড়োয়,
সরিয়ে পিছুটান, নতুন অভিযান
আদরে মোড়া প্রেমের পালক।
মুখোমুখি লাগছে বেশ সাজিয়ে নতুন দিন
আ.. আলোয় মাখা স্বপ্ন দেশ লাগছে খুব রঙ্গীন,
আ.. মুখোমুখি লাগছে বেশ সাজিয়ে নতুন দিন
আ.. আলোয় মাখা স্বপ্ন দেশ লাগছে খুব রঙ্গীন।
অল্প কথায় গল্প সাজাই
তুমি জানি আমার হবে,
আমিও সেই ডুব জলেতেই
খুব সহজে যাচ্ছি ডুবে।
তোমার ঠোঁটে আদুরে ডাকনাম
যেন একটাই পরিনাম, ছিল ভালোবাসা,
আমার সাথে অল্পের পরিচয়
আজ গল্পই মনে হয়, যেন নতুন ভাসায়।
ও.. হোক, আরও হোক ওই প্রিয় চোখ
ঘুম মাখা শিশির কুড়োয়,
সরিয়ে পিছুটান, নতুন অভিযান
আদরে মোড়া প্রেমের পালক।