Classroom Lyrics (ক্লাসরুম) Prithibi band is a popular band in Kolkata. They sang some popular songs. It’s one of the best of them. Classroom Lyrics From Chapter 2 Bangla Band Album by Prithibi The Song Is Sung By Kaushik Chakraborty.
Classroom Lyrics – Chapter 3
Classroom Lyrics In Bangla :
ক্লাসরুমে নামে শীতঘুম অসময়ে
লাস্ট পিরিয়ড ছুটির ঘন্টা,
আমি তার অপেক্ষায়
চারতলা সিঁড়ি ভেঙ্গে ক্যান্টিনে,
লুকোচুরি মন ভাবে থুরি
যদি একটু সে তাকায়।
বোকা সেলফোনে গ্যালারী ঘেটে তার ছবি
এই ভাবে ঠিক জন্মায়
আমাদেরই মত শত কবি,
কলেজের সব বন্ধুরা
বলে আয়নাএ মুখ দেখে আয়,
আমি জানি ভালোবাসি তোমায়
জানি না বলবো কি করে তোমায়।
আমি নিয়েছি পিছু আজ কলেজ ছুটির
পর সস্তা বিকেল বেলায়,
কখনো গড়িয়াহাটার মোড়, নন্দন চত্বর,
বাস স্টপে অপেক্ষায়।
আমি দেখেছি তোমায়
তুমি দেখেছো আড়াল থেকে,
ভালোবাসা ছিল চোখে
মায়ের বকুনি অসহায়,
চিঠি লেখা খাতায় বুক বেঁধে কোন সুখে।
বন্ধু আমি দাঁড়িয়ে আছি
কলেজের গেটে অপেক্ষায়,
চিঠি হাতে কত কথা লেখা তোমায়,
একটু হলেও পড়ো খুলে
ভালোবাসা যদি নাই বা দিলে,
তবু আমি থাকবো অপেক্ষায়।
এই ভাবে ঠিক কেটে গেল কতটা সময়
মানুষ আসলে ধরা দেয় না,
তাকে নিজেই চিনে নিতে হয়
তুমি চাইতে সপ্তাহে পাঁচদিন
সাজানো সুখি পরিবার,
শনি রবিবার স্বামীর হাত ধরে
সিসিডি বা সিটি সেন্টার।
আমার ছিলনা দেওয়ার কিছু
ছিল শুধু গান আর কবিতা আনকোরা,
আর জন্মদিনের দিন হাতে লেখা কার্ড
আর একগোছা ফুলের তোড়া।
তুমি জানালে না ঠিকি,
সুখে আছো ভেবে জানি ব্যস্ত সোনার সংসার,
আমার সেই ছেঁড়া জীন্স আর বয়স বেড়ে যাওয়া
ছেঁড়া চিঠি পুরোনো গীটার।
বন্ধু আমি দাঁড়িয়ে আছি
কলেজের গেটে অপেক্ষায়,
চিঠি হাতে কত কথা লেখা তোমায়
একটু হলেও পড়ো খুলে,
ভালোবাসা যদি নাই বা দিলে
তবু আমি থাকবো অপেক্ষায়।