Kalo Jole Kuchla Tole Lyrics – Jhumur Song

64
Kalo Jole Kuchla Tole Lyrics

Kalo Jole Kuchla Tole Lyrics Bengali Jhumur Song is Sung by Tanmay Kar. Same Song Is Sung by Poushali Banerjee, Iman Chakraborty, Arpita Chakraborty And Many Verious Artists In Their Own Way. Kalo Jole Kuchla Tole Dance Cover And Jhumur Song Dance Step Performance by Arpita Chatterjee And Ria from Dance Tube Mania.

  • Song : Kalo Jole Kuchla Tole Dublo Sonaton
  • Lyrics : Traditional Jhumur

Kalo Jole Kuchla Tole Song Lyrics In Bengali :

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়৷

মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার৷

কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

Previous articleAlingon Lyrics – Hridoy Khan – Nancy
Next articleClassroom Lyrics (ক্লাসরুম) – Prithibi Bangla Band