DANIKEN LYRICS – Rupam Islam – Notun Niyom

162

Daniken Bangla Song Lyrics From Notun Niyom Bangla Band Album 2017. The Song Is Sung By Rupam Islam. Daaniken Song Lyrics Written by Rupam Islam. Daniken Video song directed by Prosenjit koley.

  • Album Name: Natun Niyom (2017)
  • Singer: Rupam Islam
  • Sound Engineer: Pom

Daniken Lyrics In Bangla:

গবেষণাটোনা তোমাকে মানায়

আমার আগ্রহ সত্য জানায় (x2)

গবেষণা তুমি কোরো  নিয়ে

ফলাফল পেলে দিয়ো জানিয়ে।

চলাচল করি কল্পনাতে,

অভিযান তাই  হন্যতে

মাধ্যম মন আর লেখনী

লুপ্ত ডানার সঞ্জীবনী।

ইচ্ছেরা সব কবিতা পাড়ায়

ভাবছি ভাববো গন্ধ ছড়ায়

তোমার ইচ্ছে ভবিষ্যতের

সন্ধান দেয় নতুন পথের।

বলে চলো যাই সে পথে হাঁটি

এটা মহাকাশযানের মাটি

কন্ট্রোলে থাক খোকা  খুকু

শক্তি উৎস সূর্যটুকু।

প্রমাণের তুমি উপাসক তাই

আমার স্বপ্নে তোমাকেই চাই

যুক্তির জালে আমার হৃদয়

অবহেলে করে নিলে তুমি জয়।

তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো

তোমাকে আমি  গান শোনাবো

আলোকের গতি আমার গানে

ছুটবে নতুন সূর্যটানে (x2)

হে প্রাচীনহে প্রবীণ

হে আদিম মহাকাশ

লুকিয়ে রেখেছো

ভুলে যাওয়া ইতিহাস

স্মৃতিতে তবু কার

প্রতিধ্বনি শুনতে পাই

প্রবাসীআকাশী

সে কি কোনও দেবতাই

তোমার তত্ত্ব ভাওতা হলে

চকচকে কোনও রাংতা হলে

ভাওতাকে আমি বেসেছি ভালো

রাংতা আমার রং ফেরাল।

ভাওতা গাইছে পৃথিবীর গান

রাংতা ঘোচাল রাষ্ট্রনিশান

আমি প্রথাগত ধর্মবিহীন

আমি গাই লেননের ইম্যাজিন।

মহাপুরুষেরা তাদের যুগে

চলে আসা রেওয়াজের হুজুগে

ভন্ড আখ্যা পেয়েই থাকেন

জিসাস ক্রাইস্ট ক্রুশে ঝুলেছেন

একদিন তুমি পাত্তা পাবে

তোমার তত্ত্ব প্রমাণ হবে

স্বপ্ন সফল হবে আমারও

তখন আমায় খুঁজতে পারো (x2)

হে প্রাচীনহে প্রবীণ

হে আদিম মহাকাশ

লুকিয়ে রেখেছ

ভুলে যাওয়া ইতিহাস

স্মৃতিতে তবু কার

প্রতিধ্বনি শুনতে পাই

প্রবাসীআকাশী

সে কি কোনও দেবতাই..

Previous articleEK JHANK PAKHI LYRICS – Srikanto Acharya
Next articleSonghoti Janai Lyrics – Rupam Islam – Notun Niyom