EK JHANK PAKHI LYRICS – Srikanto Acharya

  • Singer : Srikanto Acharya
  • Song Name : Ek Jhank Pakhi 

Ek Jhank Pakhi Lyrics In bengali :

এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,

এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,

নয় এত জীবনের হাসি গান মেলা

 শুধু ভুলের পরে ভুলের পাহাড় গড়ে

গড়ে তোলা স্বপ্নের ধ্যান ভেঙ্গে ফেলা (x2)

এত নয় সবুজ দ্বীপের মাঝে

হালকা হাওয়ায় ভেসে বেড়ানো

 শুধু নিজের মনের কাছে নিজেকে এড়ানো (x2)

 শুধু তুফানি বর্ষা রাতে

পাগলা নদীর মতো পাড় ভাঙ্গা খেলা

এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,

নয় এত জীবনের হাসি গান মেলা

 শুধু ভুলের পরে ভুলের পাহাড় গড়ে

গড়ে তোলা স্বপ্নের ধ্যান ভেঙ্গে ফেলা

এত নয় সহজ হৃদয়টাকে

পদ্মফুলের মতো সাজানো

 শুধু মনের ছেড়া তারে বে সুর বাজানো (x2)

 শুধু নিজেকে একলা করে

সহ্য করে যাওয়া শত অবহেলা

এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,

নয় এত জীবনের হাসি গান মেলা

 শুধু ভুলের পরে ভুলের পাহাড় গড়ে

গড়ে তোলা স্বপ্নের ধ্যান ভেঙ্গে ফেলা