Dariye Acho Tumi Amar Rabindra Sangeet Song Is Sung by Subhamita Banerjee. Dariye Acho Tumi Amar Ganer Opare Bengali Song Lyrics written by Rabindranath Tagore. Song Recorded, Mixed and Mastered by Goutam Basu at Studio Vibrations. Same Song is Sung by Srabani Sen, Jayati Chakraborty, Lopamudra Mitra, Raj Barman And Many Various Artists In Their Own Way.
- Song : Dariye Acho Tumi Amar
- Singer : Subhamita Banerjee
- Music Arranged by : Prattyush Bandyopadhyay
- Painting Courtesy : Samiran Ray
- Camera : Subha Dey
- Edit : Hiranmay Biswas
- Label : Asha Audio
Dariye Acho Tumi Amar Song Lyrics In Bengali :
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।
বাতাস বহে মরি মরি,
আর বেঁধে রেখো না তরী।
এসো এসো পার হয়ে মোর
হৃদয়- মাঝারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি।
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।