Deho Khacha Bangla Lyrics (দেহ খাঁচা) Rajib Shah New Bangla Song. দেহ খাঁচা Bangla Lyrics Rajib Shah New Bangla Song. Rajib shah new song Deho Khacha lyrics. Rajib shah 2020 new song bangla lyrics.
Song Details:
- Song : Deho Khacha (দেহ খাঁচা)
- Singer : Rajib Shah
- Lyric : H P Hridoy
- Tune & Music : S Ruhul
- Language : Bangla
- Label : Agniveena
Deho Khacha Bangla Lyrics (দেহ খাঁচা) Rajib Shah :
একদিন দেহ খাঁচা ছাড়িয়া
পাখি যাবে উড়িয়া
দেহ খাঁচা ছাড়িয়া প্রাণখানি যাবে উড়িয়া
মাটির উপর শুন্য খাঁচা থাকবে যে পড়ে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
রঙ পালিশের দামি গাড়ি
আছে যত অর্থ কড়ি
হবে যেদিন সমন জারি
ছাড়তে হবে ভবের বাড়ি (২)
আপন আপন কেউ কারো নয়
পুলসিরাতের আছেনি ভয় (২)
মিছে মায়া কইরো না এই সংসারে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
বন্ধু বান্ধব মাতা পিতা
স্ত্রী পুত্র ভগ্নী ভ্রাতা
মিছে ভাবো তাদের কথা
বুঝে না রে তোমার ব্যথা (২)
কেউ যাবে না তোমার সাথে
একলা একলা যেতে হবে (২)
হিসাব তোমার চাহিবে উপরে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
আপন স্বার্থে মত্ত হয়ে
যতই করো ছলাকলা
ডুবিলে জীবন ভেলা
সাঙ্গ হবে রঙ্গমেলা (২)
হৃদয় করে তোমার আশা
দয়াল তুমি শেষ ভরসা (২)
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে