Gum cole jabe by samz vai in bangla lyrics| Tanvir Poros

Ghum Cole Jabe Song Lyrics In Bangla :

  • Song : Ghum Cole Jabe
  • Singer: Samz Vai
  • Lyrics : Samz Vai
  • Tone : Samz Vai
  • Model: Tanvir Poros
  • Lebel: BANGLA LYRICS

Gum cole jabe (ঘুম চলে যাবে) by samz vai in bangla lyrics:

ঘুম চলে যাবে,
তারারাও যাবে নিভে
শুধু ভুল গুলো ভাসবে তোমার চোখে।
মিল হবেনা ফের জানি
শুধু শুধুই মায়ায় টানি
এই দুঃখের ভিড় পাড়ের
চেষ্টায় শান্ত এখন শোখের
ভুলে থাকা নয় তোরে সোজা,
কেমনে থাকি বল ভুলে
আমায় ছেড়ে গেলি কেন দূরে
তোরই সাথে পথ চলা
হাজারো সেই দুস্টুমি আজ
বারে বারে যায় মনে পরে
তোরি সাথে পথ চলা
মিষ্টি সুরে গলা করে
গান গাওয়া আর হবে না
ফোন করে ভাব ধরে
ভালো বাসি তরে
কথাটি কেও আর বলবে না
তুই যে আমার হৃদয়ের আয়না
তোরে ছাড়া বাঁচা তো যায় না
ভুলে থাকা নয় তোরে সোজা,
কেমনে থাকি বল ভুলে
আমায় ছেড়ে গেলি কেন দূরে
তোরই সাথে পথ চলা
হাজারো সেই দুস্টুমি আজ
বারে বারে যায় মনে পরে
ঘুম চলে যাবে,
তারারাও যাবে নিভে
শুধু ভুল গুলো ভাসবে তোমার চোখে।
মিল হবেনা ফের জানি
শুধু শুধুই মায়ায় টানি
এই দুঃখের ভিড় পাড়ের
চেষ্টায় শান্ত এখন শোখের
ভুলে থাকা নয় তোরে সোজা,
কেমনে থাকি বল ভুলে
আমায় ছেড়ে গেলি কেন দূরে
তোরই সাথে পথ চলা হাজারো
সেই দুস্টুমি আজ
বারে বারে যায় মনে পরে
ভুলে থাকা নয় তোরে সোজা,
কেমনে থাকি বল ভুলে
আমায় ছেড়ে গেলি কেন দূরে
তোরই সাথে পথ চলা হাজারো
সেই দুস্টুমি আজ
বারে বারে যায় মনে পরে
][ সমাপ্ত ][
Previous articleZara Zara Bengali Version Bangla Lyrics by Sayan
Next articleDeho Khacha Bangla Lyrics Rajib Shah New Bangla Song
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.