Dekhte Maayer Moto Lyrics Sumit Misra | Bong Studio Originals

Dekhte Maayer Moto Lyrics Sumit Misra | Bong Studio Originals song (দেখতে মায়ের মতো) is sung by Sumit Misra. Music and Lyrics by Pijush Das. This song is from The Bong Studio Originals. Dipesh Chakraborty has arranged the Music. Tabla is played by Abir Mukherjee. Download Dekhte Maayer Moto lyrics mp3 song (দেখতে মায়ের মতো) in Bangla

Dekhte Maayer Moto Lyrics by Sumit Misra :

  • Song : Dekhte Maayer Moto
  • Singer : Sumit Misra
  • Music & Lyrics : Pijush Das
  • Music Arrangements : Dipesh Chakraborty
  • Director : Krish Bose
  • Producer : The Bong Media
  • Edit & Color : Sanjoy Dasgupta
  • DOP : Subhajit Sil
  • Chief AD : Supayan Das
  • Music Label : The Bong Studio

Dekhte Maayer Moto Song Lyrics In Bengali :

সবাই বলে আমায় নাকি দেখতে মায়ের মতো
আমার চোখে ভাসে আজও মায়ের স্বপ্ন যতো,
সুখের দিনের কান্না পেলে মায়ের আঁচল খুঁজি
কষ্ট পেলে মায়ের কাছে শান্তি আজও বুঝি।

আমি মাতৃহারা..
আমি মাতৃহারা মায়ের কথা
ভুলবো কেমন করে,
মাতৃহারা মায়ের কথা বলবো কেমন করে?
কান্না চোখে ডাকবো শুধুই মাকে এমন করে,
কান্না চোখে ডাকবো শুধুই মাকে এমন করে,
কান্না চোখে ডাকবো শুধুই মাকে এমন করে।
মা.. ও মা, ও মা, ও মা…
ও মা, ও মা, ও মা, ও মা..

আমার দুচোখ কান্না জ্বলে মায়ের ছবি আঁকে
নরম দুধের সরের মতো মাখবো গায়ে মাকে,
বিধি আমায় সুযোগ দিলো কই ?
স্বপ্ন আমার সত্যি হলো কই ?

মায়ের আমার..
মায়ের আমার স্বপ্ন ছিল
আকাশ ছুঁয়ে যাবো,
মায়ের আমার স্বপ্ন ছিল আকাশ ছুঁয়ে যাবো,
বলছে সবাই আকাশ ছুঁলে মায়ের দেখা পাবো।

দুচোখ আমার ক্লান্ত মাগো তোমায় খোঁজার পরে
স্বপ্ন তোমার গাইছি দেখো হৃদয় উজাড় করে,
শেষ হবেনা মায়ের কথা বলবো কেমন করে
মাকে নিয়ে গাইবো অনেক অনেক জনম ধরে
মাতৃহারা মায়ের কথা বলবো কেমন করে ?
কান্না চোখে ডাকবো শুধুই মাকে এমন করে।

ও মা, মা… ও মা, ও মা..

 

Previous articleAj Boro Bodle Gechis Tui Lyrics | CHARPOKA | Eagle Music
Next articleChander Shohor Lyrics Taalpatar Shepai Song
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.