Dhukkur Pukkur Lyrics Is a Bangla Surongo Movie Song. Cast: Afran Nisho and Tama. This Song Is Sung By Emon Chowdhury & Abanti Sithi. Music Created by Emon Chowdhury. This Song’s Lyrics were Created By Rasel Mahmud.
Song Details
- Song: Dhukur Pukur
- Singer: Emon Chowdhury, Abanti Sithi
- Lyricist: Rasel Mahmud
- Music Arrangement & Composer: Emon Chowdhury
- Director : Raihan Rafi
- Producer : Shahriar Shakil & Redoan Rony
- Production : Alpha-i Studios & Chorki
- Label : Chorki
Dhukkur Pukkur Song Lyrics in Bengali
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।
আমার ক্যামন ক্যামন লাগে!
এমন হয় নাই তো আগে
ক্যান যে তারে বারে বারে
দ্যাখার খায়েশ জাগে।
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।
আমার ক্যামন ক্যামন লাগে!
এমন হয় নাই তো আগে
ক্যান যে তারে বারে বারে
দ্যাখার খায়েশ জাগে।
সকাল-দুপুর-রাত্রি-ভোরে
শুধু থাকি তারই ঘোরে,
সকাল-দুপুর-রাত্রি-ভোরে
শুধু থাকি তারই ঘোরে,
থাকুক জুড়ে এই অন্তরে সারাটা জীবন।
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।
ও, তার নদীর মতো গভীর চোখে
ডুবি-উঠি-ভাসি
তার হাসির সুবাস গায়ে মেখে
চুলের মেঘে ভাসি..
হো…ও, তার নদীর মতো গভীর চোখে
ডুবি-উঠি-ভাসি
তার হাসির সুবাস গায়ে মেখে
চুলের মেঘে ভাসি..
টাপুরটুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে,
টাপুরটুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে,
সে যে আমার ভাঙ্গা ঘরে সাত রাজারই ধন।
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।
হা..হা..হা..হা..হা..হা..
ও, তার মায়া-মাখা আদর
সাথে ছায়ার মতো থাকে
তার ভালোবাসার চাদর
জড়াইয়া ধইরা রাখে,
হো…
তার মায়া-মাখা আদর
সাথে ছায়ার মতো থাকে
তার ভালোবাসার চাদর
জড়াইয়া ধইরা রাখে,
যেন নূপুর হইয়া বাজে
আর নাচে মনের ঘরে,
যেন নূপুর হইয়া বাজে
আর নাচে মনের ঘরে
সে যে আমার ঘোর আন্ধারে চান্দেরই মতন।
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন।