তোমারও কি আজকাল ভিতর টালমাটাল
মনে মনে সুখ চাপা ভয়
তোমারও কি প্রতিদিন রাত কাটে ঘুমমহীন
ক্ষনে ক্ষনে কাপে এই হৃদয়
তোমারও কি আজকাল ভিতর টালমাটাল
মনে মনে সুখ চাপা ভয়
তোমারও কি প্রতিদিন রাত কাটে ঘুমমহীন
ক্ষনে ক্ষনে কাপে এই হৃদয়
তোমারও কি অনুরাগে একটাই প্রশ্ন জাগে
কি করি শুরু বুক করে দুরুদুরু
কনো সময় থেমে রয়
বলে দিলেই তো হয় বলে দিলেই তো হয়
বলে দিলেই তো হয় বলে দিলেই
ছড়িয়ে গেছো হৃদয় ঝুড়ে
দারিয়ে আছি হাত বারিয়ে
জড়িয়ে আছো আমার শুরে
চলানা যাই আজ হারিয়ে
তোমারে দিধায় বাচি মরি আমি খুজ আধারে
শুন্যতায় হাহাকার মন দেখে তোয়
তোমারও কি অনুরাগে একটাই প্রশ্ন জাগে
কি করি শুরু বুক করে দুরুদুরু
কনো সময় থেমে রয়
বলে দিলেই তো হয় বলে দিলেই তো হয়
বলে দিলেই তো হয় বলে দিলেই