Dujone Dekha Holo Rabindra Sangeet Song Is Sung by Shithi Saha. Dujone Dekha Holo Modhu Jamini Re Bengali Song Lyrics written by Rabindranath Tagore. Music composed by Amit Chatterjee. Same Song is Sung by Geeta Ghatak, Kanika Bandopadhyay, Srabani Sen, Kavita Krishnamurti, Anwesha Dutta Gupt And Many Various Artists In Their Own Way.
- Song :Dujone Dekha Holo
- Lyricist : Rabindranath Tagore
- Singer : Shithi Saha
- Music : Amit Chatterjee
- DOP : Khair Khandokar
- Directed By : Shahrear Polock
- Label : Dhruba Music Station
Dujone Dekha Holo Song Lyrics In Bengali :
দুজনে দেখা হলো, মধুযামিনী রে
কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হল।
নিকুঞ্জে দখিনা-বায়, করিছে হায়-হায়,
নিকুঞ্জে দখিনা-বায়, করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে, ডাকিছে ফিরে ফিরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হলো।
দুজনের আঁখিবারি, গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা, প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা,
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা,
চিরদিন ছাড়াছাড়ি,
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হলো।
মধুযামিনী রে, কেন কথা কহিল না,
চলিয়া গেল ধীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হল।