E Pothe Ami Je Lyrics – Sraboner Baish Tarikhe

E Pothe Ami Je Rabindrasangeet Sung by Subhamita Banerjee. E Pothe Ami Je Gechi Bar Bar
Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Sraboner Baish Tarikhe Sabdhane Jeo Bengali Poem Written by Srijato Bandopadhyay.

  • Vocal : Subhamita Banerjee
  • Song Written by : Rabindranath Tagore
  • Poem & Narration : Srijato
  • All Guitars : Joy Sarkar
  • Recorded, mixed & mastered by : Goutam Basu
  • DOP : Subhadeep
  • Edit & DI : Hiranmay Biswas
  • Label : Asha Audio

E Pothe Ami Je Song Lyrics In Bengali With Poem :

এ পথে আমি যে গেছি বার বার
ভুলিনি তো একদিনও,
আজ কি ঘুচিল চিহ্ন তাহার
উঠিল বনের তৃণ।

কথন :
আমি থামলাম হাত ভর্তি তোমার চিঠিরা
উড়ে যেতে চাইছে আজ
যেদিকে নিস্তার, শামিয়ানা
আকাঙ্ক্ষা বাতিল শব্দ।
জীবন ব্লেডের নীচে শিরা
শেষেরও তো শেষ আছে
শুধু তা সম্পত্তি অজানা।

গান :
তবু মনে মনে জানি, নাই ভয়
অনুকূল বায়ু সহসা যে বয়,
চিনিব তোমায় আসিবে সময়
তুমি যে আমায় চিন।।

কথন :
আজ যত বৃষ্টি হবে,
আজ যত মেঘ ডাকবে,
সব পুরোনো দিনের মত
ফিরে ফিরে আসবে বারেবারে,
বন্দরে জাহাজ ভিজছে,
একা ঘরে রেডিওর নব
একটু জল লেগে আছে
ফেলে দেওয়া চিঠির কিনারে।

গান :
এ পথে আমি যে গেছি বার বার
ভুলিনি তো একদিনও,
আজ কি ঘুচিল চিহ্ন তাহার
উঠিল বনের তৃণ।।

কথন :
আমার হ’ল না যাওয়া,
সঙ্গে যাওয়া হ’ল না আমার।
তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে
হাইওয়ে হারিয়ে গেছে
মেঘলা হয়ে সাত-রাস্তা পার
চিঠির কিনারাটুকু জেগে আছে
ফেলে দেওয়া জলে।

গান :
একেলা যেতাম যে প্রদীপ হাতে
নিবেছে তাহার শিখা,
তবু জানি মনে তারার
ভাষাতে ঠিকানা রয়েছে লিখা।

কথন :
ছিলাম থাকার মত
না-থাকার মতই থাকব না,
দুটো একটা রুমালের মন-খারাপ
নিভে যাওয়া মোম,
এক একটা ব্যালকনিতে
ইজিচেয়ারের দিনগোনা,
লোকে জানবে সোয়েটার
আমি জানবো ব্যথার পশম।

গান :
পথের ধারেতে ফুটিল যে ফুল
জানি জানি তারা ভেঙে দেবে ভুল,
গন্ধে তাদের গোপন মৃদুল
সঙ্কেত আছে লীন।

এ পথে আমি যে,
এ পথে আমি যে গেছি বার বার
ভুলিনি তো একদিনও,
আজ কি ঘুচিল চিহ্ন তাহার
উঠিল বনের তৃণ।

কথন :
আবার কখনও যদি দেখা হয়
অচেনা রাস্তায়,
থেমে দুটো কথা বলব
ফের চলে যাবো অন্যদিকে,
আজ তুমি সাবধানে যাও
মেঘেরা যেভাবে চলে যায়,
একটু তো হবেই বৃষ্টি শ্রাবণের বাইশ তারিখে।

Previous articleTAAKE CHINI LYRICS – Rupam Islam – Nishkromon
Next articleKopale Aaj Valobasar Jor Lyrics – Nachiketa – Kaushiki
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.