Ei Mom Jochonay Ongo Vijiye Song Is Sung by Arati Mukherjee. Ei Mom Jochonay Lyrics written by Gauriprasanna Mazumder. Ei Mom Jochhonay Ango Bhijiye Song Lyrics Music composed by Nachiketa Ghosh. Remake Version Song Is Sung by Shreya Ghoshal.
- Song : Ei Mom Jochhonay Ango Bhijiye
- Singer : Arati Mukherjee
- Music Director : Nachiketa Ghosh
- Lyricist : Gauriprasanna Mazumder
- Remake Version Sung by : Shreya Ghoshal
Ei Mon Jochonay Ongo Vijiye Song Lyrics In Bengali :
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি।
জাফরানি ওই আলতা ঠোঁটে,
মিষ্টি হাসির গোলাপ ফোটে
মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে,
সুর মিলিয়ে আলাপ ধরি।
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি।
এই রূপসী রাত আর ঐ রূপালী চাঁদ
বলে জেগে থাকো
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো।
মখমলের ঐ সুজনি ঘাসে,
বসলে না হয় একটু পাশে
মনেহয় মহুয়ারই আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি,
ও.. এসো না গল্প করি।