Radha Song Is Sung by Iman Chakraborty And Shovan Ganguly From Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee And Nusrat Jahan. Music Composed by Bickram Ghosh And Radhar Moto Kolonko Je Chai Lyrics In Bengali Written by Sugato Guha. Song Programming Arrangements, Mixing and Mastering By Sayan Ganguly.
- Song : Radha
- Movie : Asur
- Singers : Iman Chakraborty & Shovan Ganguly
- Music Direction : Bickram Ghosh
- Lyrics : Sugato Guha
- Story, Screenplay & Direction : Pavel
- D.O.P. : Joydip Bose
- Producers : Jeet, Gopal Madnani, Amit Jumrani
- Label : Grassroot Entertainment
Radha Song Lyrics In Bengali :
আমি রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই ,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
দাফন হবো তোর সাথে
তাই কাফন খুঁজে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই।
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির,
হয়রান সে আর পায়না যে তীর
হয়রান সে আর পায়না যে তীর।
তোকে পাবো কি পাবো না আর
মন জ্বলে পুড়ে একাকার,
তোকে পাবো কি পাবো না আর
মন জ্বলে পুড়ে একাকার,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই।
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।