Ekhono Majhe MajheSong Is Sung by Asif Akbar And Cover Version Song Is Sung by Noble Man. Music Composed by And Ekhono Majhe Majhe Majh Raate Ghumer Ghore Lyrics In Bengali Written by Ethun Babu.
Ekhono Majhe Majhe Lyrics by Asif Akbar :
- Song: Ekhono Majhe Majhe
- Album : O Priya Tumi Kothay
- Singer : Asif Akbar
- Cover by : Noble Man
- Lyrics, Tune & Music : Ethun Babu
- Label : Soundtek
Ekhono Majhe Majhe Song Lyrics In Bengali :
এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।
এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে,
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।
এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে,
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনারই চরে।
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।
এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দুরে
এই মনের আঙিনা ছেড়ে।
এখনও মাঝে মাঝে লিরিক্স – আসিফ আকবর :
Ekhono majhe majhe
Majh raate ghumer ghore
Shuni tomar paayer aowaj
Jeno tumi esecho phire
Ei raat sei raat
Kete geche koto raat
Koster hawa buke niye
Aar pore ache koto na smriti
Bondi moner karagare