Parapar (feat. Kanak Aditya) · Ziaur Rahman · Kanak Aditya Parapar (feat. Kanak Aditya) ℗ 2023 Ziaur Rahman.
- Kanak Aditya: Voice
- Ziaur Rahman: Guitar, Drums sequence, Bass, Cello, Keyboard
- Kazy Ahmad Shafin: Sarod
- Sheikh Ishtiaque: Back voice
- Neel Kamrul: Taiko Sequence
- Recording studio: Shironamhin, Zoetrone Studios (An AlterSense Concern, Dhaka)
- Audio Mix: Neel Kamrul
- Audio Master: Arka Sarkar (In -Ear-Studio, India)
Parapar Lyrics
যতদুর পারাপার কোথাও নেই … নেই তাই
বিষাদের ঠিকানায় শুধুই
রঙ মেখে যাই, পালাই, খুব
স্বপ্নের খাতায় সব সব চুপ;
চোখে চোখ এইখানে হোক, কতকাল আর?
হৃদয়ে জমাট বাধা শোক
ভালোবাসায় সমুদ্র চোখ
বৃষ্টির চুম্বন মেখে রংধনু হোক নিষ্প্রাণ এই সন্ধ্যায়।
স্বপ্নের পারাপার জোছনার আকাশের চেয়েও
নীল নীল নীল ….
হৃদয়ের আকাশে উড়ে যাক
স্বপ্নের শত গাংচিল
বেদনার অভিধান অভিমানী সমুদ্রের চেয়েও নীল নীল নীল …
তোমাদের আকাশে উড়ে যাক
স্বপ্নের শত গাংচিল।।
কোথায়, দূর সীমানায়, কোনো মুক্ত ডানায়,
কিছু স্বপ্ন হারিয়ে যায়
তবু, ঝাপসা চোখে, পোড়া অন্ধ বুকে
তাজা নিঃশ্বাস ভালোবাসায়
বেপরোয়া উত্তাল ঢেউ
ছায়া ছায়া ভবঘুরে কেউ
দেখে শুনে উড়ে যাবে একঝাঁক গাংচিল
নিষ্প্রাণ এই সন্ধ্যায়।।
যতদুর পারাপার, পালাই
হৃদয়ে অসহায় বনসাই
এই নির্বাক সন্ধ্যায়
শঙ্খনীল সীমানায়।।