Ektai Tumi Lyrics-Tahsan-Puja-Bangla Song

280
Ektai Tumi Song Lyrics
  • Ektai Tumi song is sung by Tahsan and Puja Bangla Song. Starring: Sumit and Shalirna. Music composed by Sajid Sarkar. Ektai Tumi Je Karon Lyrics written by Shomeshwar Oli.
  • Song Name : Ektai Tumi
  • Singer : Tahsan Khan & Puja
  • Lyrics : Shomeshwar Oli
  • Tune & Music : Sajid Sarkar
  • Director : Shahrear Polock
  • D.O.P : Raju Raj
  • Label : Dhruba Music Station

 Ektai Tumi Song Lyrics In Bengali :

অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে,
মুখে বলো না, কে তোমার অনুভবে এ..

আমার চোখের মাঝে তুমি যে কালো
স্বপ্ন ভুবন জুড়ে তোমারই আলো,
আমি তোমাকে বেসেছি কত ভালো
ও প্রিয়..

তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।

দুচোখে সাজানো ঘুম
কেড়ে তো নিয়েছো,
রাতের মতো করে কাছে রয়েছো।
এ মনে রেখেছো হাত, কি যে মায়াতে,
সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে।

তুমি শুধু যে আমারই থেকো
ও প্রিয় হো ..

তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।

অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে?
মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে,
মুখে বলো না, কে তোমার অনুভবে এ..

তুমি আমার, তুমি আমার,
এ সুখে হবে যে মরণ,
বেঁচে আছি এ পৃথিবীতে
একটাই তুমি যে কারণ।

Previous articlePakhi Pakhi Mon Lyrics-Unish 20-Abanti Sithi-Mahtim Sakib
Next articleBidhur Valobasha Lyrics-Akash Mahmud -Saha Saha