Etota Bhalobashi Lyrics by Recall Band from Obbhudoy Bengali Album. Tune by Meraz Mohsin. Etota Bhalobashi Song Lyrics Written by Ranya Rahim And Meraz Mohsin. Song Mixing and Mastering by Dewan Anamul Hasan Raju.
- Song Name : Etota Bhalobashi
- Album : Obbhudoy
- Band Name : Recall
- Lyrics : Ranya Rahim And Meraz Mohsin
- Tune : Meraz Mohsin
- Director : Borno Chakroborty
- DOP : Clinton
- Video Production : HUEZ Studio
Etota Bhalobashi Lyrics In Bengali :
যখন নিঝুম রাতে
সব কিছু চুপ,
নিষ্প্রাণ নগরীতে
ঝিঁঝিঁরাও ঘুম।
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে,
জেগে রই সারা নিশি
হুঁ হুঁ, এতটা ভালবাসি,
এতটা ভালবাসি।।
এ কি অপরূপ, সুন্দর তার স্বপ্নের
বর্ষা রাতে,
আমি ভিজে ভিজে, মরি মিছে
মগ্ন প্রভাতে,
দেখি ভিষণ, অন্ধকার মাঝে
আলো ছায়ায়, তার নূপুর বাজে,
আমি যে, ভেবে ভেবে শিহরিত ..
আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে,
ছায়া হয়ে তোমায় দেখি
হুঁ হুঁ, এতটা ভালবাসি,
এতটা ভালবাসি।।