Punorjonmo Song Is Sung by Rasel Ahmed from Chondropith Band. Starring Yamin, Esrat And Chondropith Band Members. Music Composed by Chondropith Bangla Band. Punorjonmo Lyrics In Bengali Written by Kanai Nobokanto from Chondropith Band. Audio Production Is Bumble Bee Production And Video Production Is Adnan Sarwar production.
- Song : Punorjonmo
- band : Chondropith
- Lyrics & Tune : Kanai Nobokanto
- Vocal : Rasel Ahmed
- Guitar : Mahraj Shihab
- Guitar : Riyaz uddin khan
- Bass : Dipta Bhowmik
- Drums : Shovon Mojumdar
Punorjonmo Song Lyrics In Bengali :
জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাবো,
কখন কে জানে।
জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাবো,
কখন কে জানে।
দূরে যাও, সরে যাও
রেখে যাও, কিছু স্মৃতি তোমার আমার,
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না,
জানি আবার এমন করে তোমার
দেখা পাবো না,
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না,
জানি আবার এমন করে তোমার
দেখা পাবো না।।
সোজা-সাপ্টা একটা সত্য কথা বলি
তোমায় ভীষণ রকম ভালোবাসি,
হাজার যুদ্ধ বয়ে গেছে মনে
তোমায় এই কথা বলবো বলে।
বলা হয়নি কথা কি ছিলো এই মনে..
বলা হয়নি কথা কি ছিলো এই মনে,
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না,
জানি আবার এমন করে তোমার
দেখা পাবো না,
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না,
জানি আবার এমন করে তোমার
দেখা পাবো না।।
আছো তুমি যেখানে প্রতি শব্দ শব্দ-দূষন
বাজে সময় অবশ দেয়ালে তোমারি গুনগুন,
আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি
রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকি।
আজও স্মৃতি গুলো ভীষণ রকম দামি ..
আজও স্মৃতি গুলো ভীষণ রকম দামি,
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না,
জানি আবার এমন করে তোমার
দেখা পাবো না,
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না,
জানি আবার এমন করে তোমার
দেখা পাবো না।।