Firey Esho Song By Metrical:
- Song: Firey Esho
- Band: Metrical
Firey Asho Lyrics By Metrical:
বহুদিন পর মনে পরলো তোমায়
স্মৃতি মাঝে ছিড়ে যাওয়া কোন পত্রে,
অনুভবে তুমি আছো ছায়া হয়ে
আমার পৃথিবী এখনো তোমায় নিয়ে।
আমার আকাশে বৃষ্টি হবে আবার
ভিজবো দুজন একসাথে,
সৃষ্টি হবে নতুন কোন সপ্ন
মাতাল করা এই রাতে
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
চাই আমি তোমায় নতুন করে
চলবো এ পথটা আবার তোমায় ধরে
ছুটে যাবো দূরে হারাবো অজানায়
আমার এ মনটা শুধু তোমাকেই চায়।
আমার সপ্নগুলো মেলবে ডানা আবার
এনেদেবে তোমায় নতুন জোয়ার
ভাটা পরে যাবে বিষাদ অবসাদের
যদি এ হাতটা ধর আমার ।
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
ফিরে এসো মিনতি আমার
ভালোবাস আবার
Firey Esho Lyrics By Metrical:
Bohudin Por Mone Porlo Tomay
Sriti Maje Chire Jaoya Kono Potre,
Onuvobe Tumi Acho Chaya Hoye
Amar Prithibi Ekhono Tomay Niye.
Amar Akashe Brishti Hobe
Vijbo dujon Eksathe,
Srishti Hobe Notun Kono Shopno
Matal Kora Ei Raate
Firey Asho Minoti Amar
Valobaso Abar..2x
Chai Ami Tomay Notun Kore
Cholbo Ei Pothta Abar Tomay Dhore
Chute Jabo Dujon Ojanay
Amar Shopnogulo Milbe Dana Abar
Ene Debe Tomay Notun Joyar
Vata Pore Jabe Bishad Obosader
Jodi E Hathta Dhoro Amar…
Firey Asho Minoti Amar
Valobaso Abar..2x
Chai Ami Tomay Notun Kore
Cholbo Ei Pothta Abar Tomay Dhore