Harano Ami Song Is Sung from Metrical Bengali Band. Harano AmiWritten by Ehsanul Hoq Joy.Recording, Mix & Master By Studio DockYard.Production By XossBox.Director & Cinematographer by Sharafat Ali Shawkat.Cast by Zillur Rahman.Light & Set By Toufiqur Rahman.
Metrical – Harano Ami Lyrics :
- Song: Harano Ami
- Lyric: Ehsanul Hoq Joy
- Tune: Ehsanul Hoq Joy & Metrical
- Band: Metrica
Harano Ami Lyrics – Metrical In Bengali Lyrics:
হারানো আমি
পারিনি ভুলে যেতে আমার
হারানো অতীত।
মুছে যাবেনা জমে থাকা
সব দুঃস্বহ স্মৃতি।
কি সময়? কি নিয়তি ?
যেন সব মিশে একাকার,
অন্ধকারে ছুটে চলে হাহাকার।
হারানো আমি
নিজেকে খুঁজি ,
কোথায় পাবো
আমার ঠিকানা বল?
নিজেকে চিনছি না।
আমি জানিনা এ কোন আমি
যাকে ভালবাসি ?
নাকি পথভ্রষ্ট হয়ে
অন্য পথের সাথী?
কেন ভেবেছি আমি আলাদা?
হবে সবকিছু তেমনি সহজ,
জীবনের মানে খুঁজতে চাই।
হারানো আমি
নিজেকে খুঁজি ,
কোথায় পাবো
আমার ঠিকানা বল?
নিজেকে চিনছি না ।