Geetabitaner Dibbi Lyrics by Pritha Chatterjee from Kolkata Chalantika Bengali Movie Song. Music Composed by Ranajoy Bhattacharjee. Geetabitaner Dibbi Song Lyrics Written by Pavel. Starring Saurav Das, Ishaa Saha, Aparajita Adhya, Ditipriya Roy, Kiran Dutta, Satabdi Chakraborty, Anirban Chakrabarti, Rajatava Dutta, Kharaj Mukherjee, Anamika Saha, Biswarup Biswas, Shankar Debnath and others.
Geetabitaner Dibbi Song Details :
- Song Name : Geetabitaner Dibbi
- Film Name : Kolkata Chalantika
- Singer : Pritha Chatterjee
- Lyrics : Pavel
- Music Composer : Ranajoy Bhattacharjee
- Song arranged And produced by : Ranajoy Bhattacharjee
- Mixing and mastering : Anirban Ganguly
- Directed By : Pavel
- Produced By : Satadru Chakraborty
- DOP : Subrata Mullick
- Baba Bhootnath Entertainment Presents
- Label : Times Music Bangla
Geetabitaner Dibbi Lyrics In Bengali :
তুমি ভাগোয়া ধরলে একতারা হব
তুমি ভাগোয়া ধরলে একতারা হব
কৃষ্ণ চাইলে বাঁশি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি ..
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হব।
সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে
পা ধোয়ার জল,
বন্ধু মহলে তর্ক হলে যুক্তি অর্নগল,
বিদেশ ঘোরা পাখি চাইলে
পরিযায়ী হব আমি,
সাঁতরাগাছি চিলকা যাব
ডানায় পাগলামি,
রাতের খোলা চাঁদ চাইলে ..
আমি চাঁদ চাঁদচতুর্দশী,
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো।
হিমু চাইলে হুমায়ুন হব
নিজেকে চাইলে আরশি,
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী,
হিমু চাইলে হুমায়ুন হব
নিজেকে চাইলে আরশি,
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী,
জ্বরের সময় চুমু হয়ে
কপালে নেমে আসি ..
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
কৃষ্ণ চাইলে বাঁশি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হব।