Ke Prothom Kache Esechi Lyrics – Rahul Dutta – Kajol Chatterjee

106
Ke Prothom Kache Esechi Lyrics

Ke Prothom Kache Esechi Lyrics is originally sung by Manna Dey & Lata Mangeshkar. Lyrics writen by Pulak Bandyopadhyay. This Music composed by Sudhin Dasgupta.This song has been covered by many Othor artists Like Rahul Dutta & Kajol Chatterjee. This song is from the movie Shankhabela. The song Ke Prothom Kache Esechi was Released by Tramline on youtube on 4 Feb 2021. Ke Prothom Kache Esechi Lyrics.

  • Song: Ke Prothom Kache Esechi
  • Lyrics: Pulak Bandyopadhyay
  • Movie: Shankhabela (1966)
  • Singer: Manna Dey & Lata Mangeshkar
  • Cover Singers: Rahul Dutta & Kajol Chatterjee

Ke Prothom Kache Esechi Lyrics in Bengali:-

কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ? (X2)

ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া,
কার অনুরাগে কে গো দিশাহারা,
ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া
কার অনুরাগে কে গো দিশাহারা,
কে প্রথম মন জাগানো সুখে হেসেছি
তুমি না অমি?

কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?

কে প্রথম কথা দিয়েছি
দুজনার এ দুটি হৃদয়,
একাকার করে নিয়েছি।

শুরু হল কবে এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া,
শুরু হল কবে
এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া,
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি
তুমি না অমি?

কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?

Previous articleAmra Sobai Raja Lyrics – Rabindranath Tagore
Next articleGeetabitaner Dibbi Lyrics – Kolkata Chalantika – Pritha