Gola Charo Protibade Lyrics – Independence Day Bengali Song

Gola Charo Protibade Independence Day Special Bengali Song Is Sung by Srikanta Acharya, Lopamudra Mitra, Rupankar Bagchi, Anwesha Dutta Gupta And Bengali Poem Recited by Silajit Majumder. Music Composed by Shamik Sinha And Song Lyrics In Bengali Written by Sourish Bandopadhay.

  • Song : Gola Charo Protibade
  • Singer : Srikanta Acharya, Lopamudra Mitra,
  • Rupankar Bagchi & Anwesha
  • Recitation : Silajit Majumder
  • Backing Vocals : Shamik Sinha, Saurasanta,
  • Disha Sinha & Torsha Kundu
  • Lyrics : Sourish Bandopadhay
  • Music : Shamik Sinha
  • Arrangement : Vishal Iyer
  • Concept : Saurasanta Biswas & Arindam Dey
  • Produced by : Manish Singhania
  • Label : Times Music Bangla

Gola Charo Protibade Song Lyrics In Bengali :

জীবনের শেষে শান্তীর বাণী
মুক্তির কথা বলছে,
তোমার পাঁজরে জমা যন্ত্রনা
হাহাকার করে মরছে।
সকালে বিকেলে, কাগজে খবরে
চোখ শুধু তুমি রাখছো,
প্রতিবাদে জমা শব্দ মলাট
জ্যান্ত কবর দিচ্ছ।
তুমি ভীতু আজ ..

জীবনের শেষে শান্তীর বাণী
মুক্তির কথা বলছে,
তোমার পাঁজরে জমা যন্ত্রনা
হাহাকার করে মরছে।
সকালে বিকেলে, কাগজে খবরে
চোখ শুধু তুমি রাখছো,
প্রতিবাদে জমা শব্দ মলাট
জ্যান্ত কবর দিচ্ছ।
বন্দে মাতরম, বন্দে মাতরম।।

তুমি ভীতু আজ থলিতে জমিয়ে
দিনযাপনের কান্না,
মিছিলে হাঁটো স্বপ্ন চোখেতে
স্বপ্নের চিতা আর না,
তোমার কথারা দেয়ালে লিপিতে
ফিকে হয়ে রং বদলায়,
দিনবদলের দিনেকের খেলা
বছরে বছরে পাল্টায়।
বন্দে বন্দে মাতরম মাতরম।।

মূর্খ তুমি স্বাধীনতা ভুলে
পরাধীন হয়ে থেকেছো,
মিথ্যে কথার বান্ডিলে জমা
ইতিহাস ভুল ভেবেছো,
তোমার আগুনে পুড়ে গেছো তুমি
প্রজন্মরাও পুড়েছে,
অনাহারে চাষী ফাঁসির দড়িতে
টিপসই জমা রেখেছে।
বন্দে মাতরম, বন্দে মাতরম।।

ওঠো জেগে আজ ঘরেতে মিছিলে
গলা ছাড়ো প্রতিবাদে,
প্রহসনী-রাজ আর কত কাল
ভারতবর্ষ কাঁদে, ভারতবর্ষ কাঁদে,
ভারতবর্ষ কাঁদে ..

Previous articleEi Ki Go Sesh Daan Lyrics – Kumar Sanu
Next articleDub Sagore Amar Mon Lyrics
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.