Ei Ki Go Sesh Daan Lyrics by Kumar Sanu Originaly This Song is sung by Firoza Begum And Anup Ghosal Music composed by Kamal Dasgupta Ei Ki Go Sesh Dan Song Lyrics written by Pronab Roy.
- Singer: Kumar Sanu
- Music Composer: Kamal Dasgupta
- Lyricist: Pronab Roy
Ei Ki Go Sesh Daan Lyrics In Bangla :
এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান (x2)
মোর আরও কথা
আরও কথা ছিল বাকি
আরও প্রেম আরও গান
এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি (x2)
কেন হয়েছিল শুরু
হবে যদি অবসান
এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
যে পথে গিয়াছো তুমি
আজ সেই পথে হায়
আমারও ভুবন হতে
বসন্ত চলে যায় (x2)
হারানো দিনেরও লাগি
প্রেম তবু রহে জাগি (x2)
নয়নে দুলিয়া ওঠে
হৃদয়ের অভিমান
এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান