Gopon Premika New Song Lyrics by Taalpatar Shepai bangla Band. this song Composition- Pritam & Suman, Lyrics Write Most popular Lyricist Kritee Roy. Gopon Premika song Direction- Pritam Das And Vocal The Most Popular Bengali Singer Pritam Das
Gopon Premika Taalpatar Shepai
- Song- Gopon Premika
- Composition- Pritam & Suman
- Lyrics- Kritee Roy
- Vocal, Drums, Vst Programming – Pritam Das
Gopon Premika Lyrics
শোনো গোপন প্রেমিকা শোনো দেখো কৌশালী গোধূলি শোনো
গোলাপি আলোয় তাই বানভাসি
বিবাগী হাওয়া দেখো রঙ রুটে ক্লান্ত আকাশ পাইনি ছুঁতে
সাদা পরীর হাতের মায়াবী বাঁশি
অলি গলি মিশে কলেজ স্ট্রেড
পুরোনো বইয়ের গন্ধ ফেলি কোলে
মাধুকলি করে খুচরো ফোনের সিঁকি
ছাদ খানি গেঁথে আংটামুড়ে
হাওড়া ব্রিজের ইস্পাতের পাঁজরে
পার্কসিটেট দেখো তারাদের ঝিকিমিকি
আমাকে কি চমকে দিতে রঙিন পসরার ডালি
ভালোবাসায় বাঁধতে চেয়ে আজীবন খামখেয়ালি
ময়দানের খোলা ঘাসে হাতপা ছেড়ে জলপা ছেড়ে বসবো আজ
তোমার রূপকথায় হলুদ টেক্সি হোক কাল্পনিক পক্ষিরা
শোনো গোপন প্রেমিকা শোনো
এখানে নেই গল্পের হদিস কেন ব্রিজপাড়া জুড়ে ঘরে ফেরা ছুটির মুখ
হাতটানা দেখো রিকশা চলেসে ছুটে
কারা জল মাখে গঙ্গার ঘাঁটে ভোরে
হিমেল ফুটপাতে সূর্য খুঁজে উসুক
শোনো গোপন প্রেমিকা শোনো
গোধুলী ফেরি ঘাটে ভেলায় সাজানো কত কথা
শুনো প্রিয়তমা আজকে বলছি শুনো গোলাপ দিয়ে বলা হয়নি কখনো
তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা
তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা