Guhamanobir Gaan Lyrics (গুহামানবীর গান) – Anupam Roy

77

Music, lyrics and vocals – Anupam Roy Arrangement and programming – Shamik Chakravarty Guitar – Rishabh Ray Recorded by Debojit Sengupta Mixed and mastered by Srirup Chatterjee

  • Music, lyrics and vocals – Anupam Roy
  • Arrangement and programming – Shamik Chakravarty
  • Guitar – Rishabh Ray
  • Recorded by Debojit Sengupta
  • Mixed and mastered by Srirup Chatterjee

Guhamanobir Gaan Song Lyrics

মানুষ প্রথম গুহমানবীর গান মনে রেখেছে কি?
রাখেনিতো…
কি ছিল সেইগানে
প্রচুর উপমা নাকি রূপকের মেলা
গভীর বিষয় নিয়ে শব্দের খেলা..
ভাষাই বা ছিলো কি? কটা ছিলো ত্রুটি?
আসলে যা ছিলো মানুষের অনুভূতি l
এই অনুভূতি বহু যুগ ধরে বয়ে আসছে
কন্ঠে ধারণ করে গান হয়ে ভালবাসছে

তারপর এল সভ্যতা কাপড়-চোপড়ে ঢাকা গানের শরীর
প্রথমে জটিল হল সুর
ভাষা ভেঙ্গে নিয়ে গেলো আরও বহুদূর

রাগ রাগিনী হাইফনি সিম্ফনি
ভরে ওঠে পৃথিবীর সংগীত খনি
কথা ছিল ছিটেফোঁটা কখনো ছিল না
এমন সুরের কেউ খোঁজেনা তুলনা
সেই সুর বহু যুগ ধরে বয়ে আসছে
কখনো যন্ত্র আর কখনো কণ্ঠ ভালবাসছে

ক্রমশ ভারি ভারি শব্দে
ঝুঁকে পড়ে গান একদিন
গ্রাম ছেড়ে শহরের কালিঝুলি মেখে
হয়ে ওঠে ভীষণ কঠিন, হয়ে ওঠে ভীষণ কঠিন

তারপর টাকা এসে সব কিনে নেয় শিল্পের থেকে সবই বড় হয়ে যায়
শিল্পীরা চড়ে বসে বিরাট আসনে
গান মরে যায় আর তারা টাকা গোনে
অমরত্বের লোভে ছোটাছুটি করে
যদি কোনভাবে থাকা যায় সুনজরে

এভাবেই ধীরে ধীরে অনুভূতিগুলো সব মরে যায়
গানের শ্মশানে শুধু ধূর্ত শেয়াল ঘুরে বেড়ায়

Previous articleMitthe Lyrics – Tanveer Evan | (মিথ্যে) – Piran Khan
Next articleDarale Duare Lyrics – Nazrul Geeti | Coke Studio Bangla