Mitthe Song is Sung by Tanveer Evan. Music Composed by Piran Khan. Mitthe Lyrics In Bengali Written by Tanveer Evan.
- Song : Mitthe
- Vocal : Tanveer Evan
- Lyrics And Tune : Tanveer Evan
- Composer : Piran khan
Mitthe Song Video :
Mitthe Song Lyrics In Bengali :
আমার স্বপ্নগুলো
সবই ভেঙে দিয়েছে,
সব আশা ভালবাসার
সবই কেড়ে নিয়েছে।
এত ব্যাথায়, শত যন্ত্রণায়
তাকে ভেবেছি,
তার হাসিতে একটুখানি
সুখ খুঁজে নিয়েছি।
কভু পাইনি আমি
একটুও সুখ,
অবাক হয়ে দেখেছি
তার হাসি।।
আমি শুধুই ভালবেসেছি
তা সে কখনো বুঝেনি,
প্রতিটি রাতে সব হারিয়ে
তাকে গড়েছি,
তার মিথ্যে প্রতিবাদ
মিথ্যে তার ভালবাসা।
.
সে বলেছিল আমারই রবে
শুধুই আমার,
সে বলেছিল ভালবাসে
শুধুই আমায়।
.
তাই তো আজ আমি, বসে একা
শুধু তার আশায়, বসে একা।
সব ভুল, আজ সবই মিথ্যে
ভালবাসা দিয়েছি এই তার পাওয়া,
আমার একাকিত্বের মাঝে তুমি
ছিলে না তো পাশে,
ছিল তোমার দিয়ে যাওয়া ব্যাথাগুলো বুকে,
অগোছালো স্বপ্ন গুছিয়ে লিখি গান
গানের মাঝে রাখি তোমার প্রতি আহ্বান,
আজ সুখে আছো তুমি কেন আমায় ফেলে
যাও তোমায় রেখে দিলাম সেই সুখের মাঝে।
.
আজ নিরবে একটিবার
চেয়ে দেখো আমায়,
জানি তবুও বুঝবেনা, তুমি আমায়।
সব ব্যাথা ঝরছে অশ্রু হয়ে
জানি ভালবাসোনি কখনো আমায়,
তাই তো আজ আমি বসে একা
শুধু তার আশায় বসে একা।
.
আমার স্বপ্নগুলো
সবই ভেঙ্গে দিয়েছে,
সব আশা ভালবাসার
সবই কেড়ে নিয়েছে।
মিথ্যে লিরিক্স – তানভীর ইভান :
Amar shopno gulo sobi venge diyeche
Sob asha valobashar sobi kere niyeche
Eto beythay shoto jontronay taake vebechi
Tar hasite ektukhani sukh khuje niyechi
Kobhu paini ami ektuo sukh
Obak hoye dekhechi tar haasi
Ami shudhui valobesechi
Taa se kokhono bujheni
Protiti raate sob hariye taake gorechi
Taar mitthya pratibaad mitthey tar valobasha
Se bolechilo amari robe sudhui amar
Se bolechilo bhalobashe shudhui amay
Tai toh aaj ami bose eka
Shudhu taar ashay bose eka
Aaj nirobe ektibar
Cheye dekho amay
Jani tobuo bujhbena tumi amay
Sob beytha jhorche oshru hoye
Jani valobashoni kokhono amay