Haater Rekha Lyrics Bengali Song Is Sung by Shitom Ahmed. Composed by Siam Ahmed And Shitom Ahmed. Canvas Art Making by Masuda Khan. Digital Art Created by And Motion Graphics Animated by Tahsan Farhan. Haater Rekha Lyrics In Bengali Written by Siam Ahmed.
- Song : Haater Rekha
- Singer : Shitom Ahmed
- Composed by : Siam Ahmed And Shitom Ahmed
- Lyricist : Siam Ahmed
- Canvas Art : Masuda Khan
- Animation : Tahsan Farhan
Haater Rekha Song Lyrics In Bengali :
যাই, যাই চলে যাই
বার বার বললে কি ভাবছো
সবাই থেকে যায়?
তাই, কথা না শেষ করে পালাই
আমি হারাই।
ফেলে যাচ্ছি ভাঙা মনের গুঁড়ো
ফিরে আসি যদি তাই সাথে রেখো,
আমায় ছাড়া মনের মতো
কেও থাকে যদি তাকে বেছে নিও।
যায় আশা ছেড়ে যায়
তাকে বার বার ডাকলেও
কেন সে মুখ না দেখায়,
তাই চেনা শহরে পথ হারাই
আমি কোথায় ?
মুছে দিচ্ছি রেখা হাতের যত
আমি নতুন করে আবার হবো,
তোমায় ছাড়া আমার গল্প
যেমন হবে আমি মেনে নেবো।
যত দূরে যাই
তোমার পথেই হাঁটবো, হুম..
শরতের মেঘ তোমার আকাশে পাঠাবো
রেখে দিও।
যাই, যাই চলে যাই
বার বার বললে কি ভাবছো
সবাই থেকে যায়?
তাই, কথা না শেষ করে পালাই
আমি হারাই।
মুছে দিচ্ছি রেখা হাতের যত
আমি নতুন করে আবার হবো,
তোমায় ছাড়া আমার গল্প
যেমন হবে আমি মেনে নেবো।