Ahare Shoishob Lyrics (আহারে শৈশব) Saif Zohan

49
Ahare Shoishob Lyrics

Ahare Shoishob Lyrics Bengali Song Is Sung by Saif Zohan. Friendship Day Special Bengali Song Lyrics Written by And Composed by Saif Zohan. Music Arranged by Shovon Roy.

  • Song : Ahare Shoishob
  • Singer : Saif Zohan
  • Music Arrangement : Shovon Roy
  • Composer And Lyricist : Saif Zohan

Ahare Shoishob Song Lyrics In Bengali :

লাটিম খেলা আর ঘুড়ি ওড়ানো
আম কুড়ানো আর পাতা পোড়ানো,
ছোট্টবেলার সেই বন্ধুরা কই ?
কেন আমি আর সেই আমি নই,
আজ অনেক বছর পরে খুঁজে ফিরি।

কোথায় আহারে আহারে আহারে শৈশব
কোথায় হারিয়ে গেলো যে, আহারে কৈ সব।

স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো
প্রথম প্রেমের মায়ায় জড়ানো,
কিশোরবেলার সেই প্রেম গেল কই
কেন আমি আর সেই আমি নই,
আজ অনেক বছর পরে খুঁজে ফিরি।

কোথায় আহারে আহারে আহারে কৈশর
কোথায় হারিয়ে গেলো যে, আমার এ কৈশর।

শৈশবে স্বপ্ন ছিল শুধুই
কবে হবো আমি বড়?
কিশোর বেলাতে সেই স্বপ্ন
ডুবেছি কত আবারো।

আজ বড়ো বেলার বাস্তবতায়
চাই শৈশবে যেতে ফিরে,
সব মধুমাখা স্মৃতি আমার
সোনার শৈশব কে ঘিরে।

কোথায় আহারে আহারে আহারে শৈশব
কোথায় হারিয়ে গেলো যে, আহারে কৈ সব।
কোথায়-আহারে আহারে আহারে শৈশব
কোথায় হারিয়ে গেলো যে, আহারে শৈশব ।

Previous articleHaater Rekha Lyrics (হাতের রেখা) Shitom Ahmed
Next articlePushpa Pushpa Lyrics In Bengali (পুষ্পা পুষ্পা) Pushpa 2