Hallucination Song Is Sung by Rupam Islam from Icche Bengali Movie. Starring: Samadarshi Dutta, Sohini Sengupta, Bidita Bag, Ruplekha Mitra And Others.
- Song : Hallucination
- Movie Name : Icche (2011)
- Singer : Rupam Islam
- Music Composer : Surojit Chatterjee
- Director : Shiboprosad Mukherjee & Nandita Roy
- Produced by : Vignesh Films
Hallucination Song Lyrics In Bengali :
সোমবার সকালে ঢেউ তোলা আলে
অদৃশ্য আমি হাঁটি ধূলো সারা পায়,
রাস্তা অচেনা ফিউচার অজানা
মঙ্গলবারে আমার মনগড়া খেলায় হে।
সুনশান কুয়াশাতে সাইকেল রিক্সা যায়
আমি এরম থাকি হামেশাই,
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায়।
বুধবার দুপুরে স্বপ্নেরা উড়ে
চারকোনা সিলিং এ মেঘেরা ছড়ায়, হে হে
বেলকনি ধারে মানুষের ভিড়ে
কন্যারও আঁখি প্রায়সই দেখা যায়।
বৃহস্পতিবারে বারে বারে যে হারাই
আমি এমন হারাই হামেশাই,
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন, হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায় হা।
আ.. নিশ্চিন্ন পুরে, শুক্কুর বারে
যাও ভেসে যাও আমার ময়ূরপঙ্খী নাও,
সোনালী খাঁচায়, কে আমায় বাঁচায়
শনিবারের নেশা আমারে ডোবাও।
রবিবারে আমি সেই কুয়াশায়
ভালোবাসা দূরাশা ভাসা ভাসা রয়ে যায়।
ও.. হেলুসিনেশন হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
হেলুসিনেশন, হেলুসিনেশন
ঈশান কোন ভোরের আলো দেখা যায়,
ঈশান কোন ভোরের আলো দেখা যায় হা।