Bhoot Aar Tilottoma 2 Lyrics– Rupam Islam – Fossils 3

  • Album – Fossils 3
  • Song  – Bhoot Aar Tilottoma Version 2 
  • Singer – Rupam Islam

কালকে তোমায় দেখাচ্ছিল বেশ

উদ্ধত আর উদ্যত সেই সুখের নীলাবেশ..

একদিন থাকতাম সেই সব দৃশ্য তে

আজকে তাড়া ছাড়ছি পাড়া

মিশছি বিশ্ব তে..

কে আর বাঁধবে আমায় রাঁধবে

আমার জন্য রাতের খাদ্য

আমি কঠিনতস্য কঠিন

জটিল,কুটিল উপপাদ্য

আমার তুমি বধ্যভুমি

আবার তুমি স্থিতিজাড্য

কাজেই মরছিএবং পড়ছি

আমার বেঁচে থাকার শ্রাদ্ধ

প্রিয়তমা কর ট্রমাদাড়িকমা আছে জমা

অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা

মনে আগুন বনে ফাগুন

যেন ভূত আর তিলোত্তমা

বলো কি চাওবলে উধাও

হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা

প্রিয়তমা হয়ে বোমাযাও ফেটে পড়ো কেটে

ষড়যন্ত্রী তোমার এন্ট্রি প্রহিবিটেড এতো লেটে

ছাড়ো কাব্য পরে ভাববো আপাতত খিদে পেটে

সরি কাকা আরো টাকা,

আমার লাগবে দ্রুত রেটে

প্রিয়তমা কর ট্রমাদাড়িকমা আছে জমা..

Previous articleHallucination Lyrics – Rupam Islam – Icche
Next articleEi Srabon Lyrics – Rupam Islam – Baishe Shrabon
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.