CMV is a Bangladeshi record label. The company was founded in 2003 by Sk Shahed Ali (Pappu). It is a producer, distributor and wholesaler of audio cassettes, CDs, video CDs and DVDs.
- Song: Tokei Shudhu Chai
- Singer: Mahtim Shakib
- Lyric: Kheya Zaman
- Tune & Music: Ahmmed Humayun
- Label: CMV
- Drama: Fitting Ismail
- Script: Mozumder Shimul & Ibrahim Chowdhury Akib
- Director: Md. Toufiqul Islam
Tokei Shudhu Chai Lyrics:-
তোর চোখে অই নিরে আমি মরেও গিয়ে বাচি
তোর হাসিতে হাজার বার হারতে রাজি আছি
তোর চোখে অই নিরে আমি মরেও গিয়ে বাচি
তোর হাসিতে হাজার বার হারতে রাজি আছি
মায়ার গোরে হঠাৎ করে তোকেই যেন পাই
আধার রাতে ইবাদাতে তোকেই শুধু চাই
চাদ হয়ে আয় না তুই, আমার শুন্য বুকে তুই
নজর যেন না লাগে সামলে রাখি তোকে
চাদ হয়ে আয় না তুই, আমার শুন্য বুকে তুই
নজর যেন না লাগে সামলে রাখি তোকে
প্রেম পুজারী ভাজে সাজাই
হাজার প্রদীপ জেলে তুই এসে আজ
ধুষর মনে রং দিয়েছিস ডেলে
তোর খেয়ালে, মন দেয়ালে
কার আতোষ বাজী
উড়বো দুজন ডানা মেলে, হয়ে যা রাজী
রাত হয়ে যাক কাজল
তোর অই মায়া ভরা চোখে
চাদ হয়ে আয় না তুই, আমার শুন্য বুকে তুই
নজর যেন না লাগে সামলে রাখি তোকে
চাদ হয়ে আয় না তুই, আমার শুন্য বুকে তুই
নজর যেন না লাগে সামলে রাখি তোকে
তোর প্রেমে মন সুফিয়ানা
হয়েছে ঘর ছাড়া
দিনদারি তোর খেয়ালে
হয়ে পাগল পাড়া
নেনা এসে, মনের খবর
রোদ হয়ে যায় ছায়া
দেখতে শুধু চাই যে তোকে
চোখ দুটো বেহায়া
রাত হয়ে যাক কাজল
তোর অই মায়া ভরা চোখে
চাদ হয়ে আয় না তুই, আমার শুন্য বুকে তুই
নজর যেন না লাগে সামলে রাখি তোকে
চাদ হয়ে আয় না তুই, আমার শুন্য বুকে তুই
নজর যেন না লাগে সামলে রাখি তোকে