Haste Dekho Gaite Dekho Lyrics Song Is Sung by Ayub Bachchu Bengali Album Song. Haste Dekho Lyrics In Bengali Written by Latiful Islam Shibli. Haste Dekho Gaite Dekho Female Version Cover Song Is Sung by Somlata Acharyya Chowdhury from Somlata And The Aces.
Haste Dekho Gaite Dekho Lyrics by Ayub Bachchu :
- Song : Haste Dyakho
- Orginal credits
- Lyrics: Latiful Islam Shibli
- Artist: Ayub Bachchu(LRB)
- Performed by
- Somlata And The Aces
- Vocals : Somlata Acharyya Chowdhury
- Guitars : Arnab Roy
- Bass : Abhishek Nona Bhattacharya
- Drums and additional keyboards: Tushar Banerjee
- Mixed and mastered by Sayan Ghosh
- Video: Neel
Haste Dekho Gaite Dekho Song Lyrics In Bengali :
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর,
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে,
আমার মাঝে আমি যেন শুধু লুকাই ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।